মধুপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রাঙ্গণে বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদ্যাপিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা হলরুমে একটি র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম এবং প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আব্দুল মজিদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফোরামের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানভীর তছির।
উপজেলা প্রশাসন এবং ব্র্যাকের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে অতিথিরা অভিবাসন ও প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তাদের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের (মাইগ্রেশন প্রোগ্রাম) অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন এবং এটি ব্র্যাকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
-জুয়েল রানা
ON/SMA