পূর্বাচলে সড়ক দুর্ঘটনা: ওভার স্পিডে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত দুইজন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় আজ দুপুর ১টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।
আহত দুই ব্যক্তি বসুন্ধরা মার্কেটের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর তারা রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পূর্বাচল ৩০০ ফিট সড়কটি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কে নিয়মিত ওভার স্পিডের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মো. মিঠুন মিয়া
ON/SMA