নোয়াখালীতে দেবরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় দেবরের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাজীপুরের বাদশা মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শাহনাজ আক্তার (৩৪), তিনি চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুয়েতপ্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
নিহত শাহনাজের দেবর সাইফুল ইসলাম খালেদ (৩০) এ ঘটনায় অভিযুক্ত। এ সময় গৃহবধূর শ্বশুর রেজাউল হক আহত হন। ঘটনার পর থেকেই সাইফুল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে শাহনাজের ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হলে সেটি মেরামতের জন্য সাইফুলের কাছে দেন। ওই সুযোগে সাইফুল ফোন থেকে শাহনাজের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করেন। একপর্যায়ে তিনি অশোভন প্রস্তাব দিলে শাহনাজ তা প্রত্যাখ্যান করেন।
মঙ্গলবার সকালে বাবার বাড়িতে যাওয়ার পথে সাইফুল তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহনাজকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
-মোহাম্মদ আকবর হৃদয়
ON/RMN