বাবুগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগ

মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ প্রেসক্লাবে বিএনপি নেতা ও বালু ব্যবসায়ী শহীদ প্যাদার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী মোহাম্মৎ সানজিদা আফরিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর স্বামী শহীদ প্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক ইউনিয়ন সভাপতি ও বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা। তিনি মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেনের ‘বাবু মহল’-এর ম্যানেজার হিসেবে চাকরি করেন।
তিনি আরও জানান, স্থানীয় একটি কুচক্রী মহলের ইশারায় বাবুগঞ্জ থানা পুলিশ ওসির সঙ্গে দেখা করার কথা বলে শহীদ প্যাদাকে থানায় ডেকে নিয়ে যায়। কিছু সময় পর আগরপুর ইউনিয়নের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল মালেক সিকদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে শহীদ প্যাদার ৫টি ড্রেজার ও ৩টি টলার-ড্রেজারের কর্মচারীদের মারধর করে লুট করে নিয়ে যায়। পরে পুলিশ তাঁকে ছেড়ে না দিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আসামি করে জেলহাজতে পাঠায়।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং হয়রানিমূলক মামলা থেকে তাঁর স্বামীর অব্যাহতির দাবি জানান।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN