বোরো মৌসুমে কচুয়ার কৃষকরা ব্যস্ত বীজতলা তৈরিতে

চাঁদপুরের কচুয়া উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে এ লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকরা ইতোমধ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৫ হেক্টর জমিতে।
উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা বর্তমানে বীজতলা তৈরির কাজে পুরোপুরি নিয়োজিত। কেউ দিচ্ছেন সেচ, কেউ কোদাল দিয়ে জমি তৈরি করছেন, আবার কেউ মই দিয়ে সমান করে অঙ্কুরিত বীজ ছিটাচ্ছেন।
কৃষক স্বপন হালদার, এমরান মোল্লা ও আলামিন বলেন, ‘আগে বীজ বপন করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়। আশা করছি কিছু দিনের মধ্যে বোরো ধানের আবাদ শুরু হবে। আবহাওয়া ভালো থাকলে এবছরও ভালো ফলনের আশা করা যাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘চলতি মৌসুমে এখন হল বীজতলা তৈরিতে উৎকৃষ্ট সময়। অধিকাংশ কৃষকরাই বীজতলা তৈরি করে ফেলেছে। আশা করছি কিছুদিন মধ্যে বোরো ধানের চারা রোপণ করা শুরু হবে। বীজতলা পরিচর্চা ও রোপণে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।’
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN