পূর্বাচল সেক্টরের লেকে ভাসমান নারীর লাশ ঘিরে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টরের লেকে মঙ্গলবার সকালে আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় লাশটি প্রথমে দেখতে পান কয়েকজন মাছ শিকারি। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মৃত নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ঘটনাটি রাতে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত লাশটি অন্য কোথাও হত্যা করে লেকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এদিকে, পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালানো হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ সাধারণ জনগণকে অনুরোধ করেছে, কেউ যদি মৃত নারীর পরিচয় বা ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য জানেন, তা দ্রুত পুলিশকে জানানোর জন্য।
পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
– মোঃ মিঠুন মিয়া
ON/SMA