বিজয় দিবসে পাংশার মাদরাসার শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাজবাড়ীর পাংশায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুরআনের পাখিদের নিয়ে ভিন্নরকম উদ্যাপনের আয়োজন করেছে মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পৌর শহরের কলেজ মোড় এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়।
‘মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসা’ শিক্ষার্থীদের গাড়িতে করে উপজেলার বিভিন্ন বিশেষ স্থান পরিদর্শন করানো হয়। পরিদর্শনের শুরুতেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের স্মরণে দোয়া করা হয়। এসময় শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার দেখা যায়।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আবদুল্লাহ বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের সবার, তাই আমাদের সবাইকে পালন করা উচিত। যে যেখানে থাকি সেখান থেকেই এই দিবস পালন করা প্রয়োজন। আর যারা এই বিজয়ের জন্য শহিদ হয়েছেন, তাঁদের জন্য আমরা সবসময় দোয়া করব। কারণ তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় এমন ভালো কাজ করতে পারি।’
মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার এমন ব্যতিক্রমী বিজয় দিবস উদ্যাপন এলাকার মধ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
– আল আমিন হোসেন
ON/SMA