পাংশায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় পৌর শহরের কলেজ মোড় এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ, পাংশা মডেল থানা, অফিসার্স ক্লাব, আনসার-ভিডিপি অফিস, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন, পাংশা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বিজয় মেলার উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN