মহান বিজয় দিবসে কেবি রাইডারজের বিজয় র্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ১৮ নম্বর সেক্টর থেকে কেবি রাইডারজের আয়োজনে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়, যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বার্তা স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেয়।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে র্যালির উদ্বোধন করা হয়। কেবি রাইডারজের সদস্যরা জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রতীকচিহ্ন সংবলিত ব্যানার নিয়ে বাইকে করে পূর্বাচল ও রূপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ‘জয় বাংলা’ স্লোগান এবং দেশাত্মবোধক গান এলাকাজুড়ে উদ্দীপনা ছড়িয়ে দেয়।
র্যালির সমাপনী অনুষ্ঠানে কেবি রাইডারজের সভাপতি বলেন, ‘এই র্যালির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাই। এটি আমাদের জাতীয় গৌরবকে উদযাপনের একটি প্রচেষ্টা।’
র্যালি শেষে পূর্বাচল ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য, দেশাত্মবোধক নাটক, গান ও কবিতা আবৃত্তি উপস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে ওঠেন।
কেবি রাইডারজের এই বিজয় র্যালি শুধু একটি শোভাযাত্রা নয়; এটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের একটি প্রয়াস। স্থানীয়দের ইতিবাচক সাড়া আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করেছে।
-মোঃ মিঠুন মিয়া,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ON/RMN