পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় আহত-৬, শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ফুল দেওয়ার সময় শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে প্রক্টরসহ ছয়জন আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে সংঘর্ষের ফলে আহতদের প্রাথমিক চিকিৎসা পিরোজপুর জেলা হাসপাতালে প্রদান করা হয়েছে। আহত প্রক্টর ড. মোঃ মুসা খান এখনো পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনায় জেলা কমিটি শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’ বিএনপির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন জানান, ‘ভুলত্রুটি উভয় পক্ষেরই আছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও বেশ কিছু ভুল রয়েছে। আমরা এই বিষয়ে চারজনকে বহিষ্কার করেছি।’
ঘটনার সংবাদ শুনে জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এবং অন্যান্য জেলা জামায়াতের নেতারা হাসপাতালে গিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আহ্বান জানান।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানিয়েছেন, ‘আমরা অভিযোগ গ্রহণ করেছি এবং বাদশা মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছি, বাকিদের গ্রেফতারের কার্যক্রম চলছে।’
-নাসির উদ্দিন, পিরোজপুর
ON/RMN