শরীয়তপুরে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় যুবলীগ নেতা বাচ্চু বেপারী গ্রেপ্তার

শরীয়তপুরের গ্রামীণ সড়ক থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় যুবলীগ নেতা এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের একটি সড়কের পাশে ১০টি কালো ব্যাগে রাখা ১২৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছিল।
মামলার তদন্তে বাচ্চু বেপারীকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, ‘ধানকাঠি এলাকায় ককটেল উদ্ধারের ঘটনায় বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।’
-মো: সিয়াম তালুকদার ,শরীয়তপুর
ON/RMN