টেংরাগিরি ইকোপার্ক: সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল

টেংরাগিরি ইকোপার্ক: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল
বাংলাদেশের বরগুনা জেলার টেংরাগিরি ইকোপার্ক, সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল হিসেবে পরিচিত। এই বনাঞ্চলটি বরগুনার তালতলী থেকে কুয়াকাটা পর্যন্ত ১৩ হাজার ৬৪৪ একর বিস্তৃত। ১৯৬০ সালের ১২ জুলাই এটি সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এবং ২০১০ সালের ২৪ অক্টোবর বনের প্রাণকেন্দ্রে ইকোপার্ক প্রতিষ্ঠিত হয়।
টেংরাগিরি ইকোপার্কে গাছপালা, পশুপাখি, সরীসৃপ প্রাণী এবং বিলুপ্তপ্রায় ম্যানগ্রোভ উদ্ভিদের বিচিত্র প্রজাতি দেখা যায়। এখানকার কুমির প্রজনন কেন্দ্র, হরিণ, বানর, বন বিড়াল, এবং বন্য শুকরের মতো প্রাণী দর্শনার্থীদের আকর্ষণ করে। এই বনাঞ্চলটি প্রাকৃতিক বিপর্যয়ের সময় উপকূলবাসীদের সুরক্ষাও নিশ্চিত করে থাকে।
তবে প্রাকৃতিক বিপর্যয় এবং গাছ নিধনে বনের ঘনত্ব কমেছে। এছাড়া, যোগাযোগ ব্যবস্থার উন্নতির অভাবে পর্যটক টানতে পারছে না যথেষ্ট সংখ্যক দর্শনার্থী। তবে, জেলা প্রশাসন পর্যটন উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ‘ওই দিকের রাস্তার কাজ চলমান আছে। কাজ শেষ হইলে আশা করি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে চলাচল করবে। এর পাশাপাশি শুভসন্ধ্যা বিচের রক্ষার জন্য আমরা একটা বাজেট পেয়েছি। আশা করি এ বাজেট পেয়ে গেলে আমরা সেখানে দুই কিলোমিটারের মতো বাধ করে দিব।’
২০২৩ সালে টেংরাগিরি ইকোপার্ক থেকে রাজস্ব এসেছে ১ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা। সরকারের সুদৃষ্টিতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এই আয়ের চিত্র পরিবর্তিত হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা।
– সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
ON/RMN