অজোপাড়া গাঁয়ে শিক্ষা বিস্তারে সাচার আইডিয়াল একাডেমির অনন্য ভূমিকা

অজোপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়িয়ে ২৮ বছর ধরে কাজ করছে চাঁদপুরের কচুয়ার সাচার আইডিয়াল একাডেমি। ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কচুয়া সদর থেকে ১৬ কিলোমিটার দূরে সাচার ইউনিয়নে অবস্থিত এই একাডেমি বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী এবং ১২ জন দক্ষ শিক্ষক নিয়ে পরিচালিত হচ্ছে।
একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। দক্ষ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত ক্লাস কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক মো. মফিজুল ইসলাম বলেন, ‘এলাকার শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। গরিব পরিবারের সন্তানদের সুশিক্ষিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।’
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের মৌলিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। প্রতিদিনের পড়াশোনা নিশ্চিত করতে নিয়মিত ক্লাস নেওয়া হয় এবং পড়া আদায় করা হয়।’
স্থানীয় অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, ‘এই একাডেমি আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিয়ে আলোকিত ভবিষ্যৎ তৈরি করছে। দক্ষ শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন।’
একাডেমির প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ উদয় বলেন, ‘আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার চেষ্টা করছি। সাচার আইডিয়াল একাডেমি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের পথপ্রদর্শক হয়ে উঠেছে।’
অতিরিক্ত পরীক্ষা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার কারণে একাডেমিটি সুনাম অর্জন করেছে। বিশেষ করে বৃত্তি পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে নিয়মিত বৃত্তি পাচ্ছে।
সাচার আইডিয়াল একাডেমি ভবিষ্যতে উপজেলা ও জেলা পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয়।
মো. মাসুদ রানা