নীলফামারীর ডোমারে শ্রদ্ধা ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সারা দেশের ন্যায় নীলফামারী জেলার ডোমারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, পৌরসভা কমান্ডের সাবেক কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
রাকিবুল হাসান
ON/SMA