জাজিরা থানার অভিযানে পিকআপে ৮ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরীয়তপুরের জাজিরায় পিকআপে করে গাজা পাচারের সময় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। আটককৃতরা হলেন আব্দুর রশিদ হাজী (২৮) ও রবিন মিয়া (২১)। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের আড়াচন্ডি মোড়ে পিকআপটি আটক করে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
জাজিরা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে শরীয়তপুরের গোঁসাইরহাটে মাদক পাচারের উদ্দেশ্যে আসা পিকআপটিকে আটক করে। তল্লাশি চালিয়ে পিকআপে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে আব্দুর রশিদ হাজী ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে এবং রবিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিশু মিয়ার ছেলে।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছি। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
-মোঃ জামাল হোসেন, নড়িয়া
ON/RMN