বরিশালে কীর্তনখোলা নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদী থেকে নিখোঁজ যুবক সজল দাসের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর গ্রামের দুলাল দাসের ছেলে। গত ৫ ডিসেম্বর দুপুরে ভোলা ভেদুরা লঞ্চঘাট থেকে বরিশাল আসার সময় একটি স্পিডবোর্ড কীর্তনখোলা নদীর মোহনায় পৌঁছলে বল গেটের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়।
ডুবির ঘটনায় স্পিডবোর্ডে থাকা কয়েকজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও চারজন নিখোঁজ হয়ে যান। এর মধ্যে তিনজনের লাশ তিন দিন পর উদ্ধার করা হলেও সজল দাসের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। সজল দাসের পরিবারের সদস্যরা শীত উপেক্ষা করে নদীর পাড়ে ছেলের সন্ধানে অপেক্ষা করতে থাকেন, তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
গত ১৩ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা আব্দুর রব সেরনিয়াবাদ ব্রিজের নিচে ভাসমান লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীর্তনখোলা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে মর্গে পাঠায়। রাত ১০টার দিকে পুলিশ সজল দাসের লাশ তার পরিবারের হাতে তুলে দেয় এবং রাতেই তার সৎকার করা হয়।
সজল দাস ভোলা শহরে ব্র্যাক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ
ON/RMN