টাঙ্গাইলের ভূঞাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও দোয়া পরিচালনা করে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মাওলানা আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।
-সাজেদুল ইসলাম , ভূঞাপুর