কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও হেলাল চৌধুরী

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রাতের আঁধারে কম্বল বিতরণ করছেন। শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন সমাজের ছিন্নমূল মানুষ। শুক্রবার রাতে, ঢাকা পিজি হাসপাতালের রেন্ট কালেক্টর ইনচার্জ মো. সাজেদুল হাসান কামালের উদ্যোগে এবং তার সার্বিক তত্ত্বাবধানে, ইউএনও হেলাল চৌধুরী সফিবাদ নূরানীয়া হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসা ও এতিখানা এতিম শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, এতিমখানার সভাপতি ডা. মো. সফিকুল ইসলাম লনী, বিএনপি নেতা মো. জুয়েল, বাবুল হোসেন, মহসিন মোল্লা, জামাল মোল্লা ও রুবেল বেপারীসহ স্থানীয় ব্যক্তিরা।
ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপে সমাজের অসহায়, দুস্থ মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে।’
কম্বল পেয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN