আব্দুল্লাহ আল-আমীন: হাসিনার পতনের পর যা চেয়েছিলাম, তা এখনো পাইনি

মাদারীপুরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠান
মাদারীপুর, ১৩ ডিসেম্বর: জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন বলেছেন, ‘হাসিনার পতনের সাথে সাথে যা চেয়েছিলাম, তা এখনো পাইনি। তবে আমাদের পেতেই হবে। না হলে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের সাথে বেঈমানী করা হবে।’
তিনি শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী হলরুমে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল-আমীন আরও বলেন, ‘জুলাই বিপ্লবে হাসিনা আর তার কয়েকজন দোসর হয়ত পালিয়ে গেছে। কিন্তু তার সাড়ে ১৫ বছরে প্রশাসন থেকে শুরু করে সবর্ত্র যে অবকাঠামোগত দোসর তৈরি করে রেখে গেছেন, তারা তো এখনো পালায়নি। যে কারণে হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি। তবে আমাদের বৈষম্যহীন সমাজ আর ক্ষমতার অপব্যবহার কমাতেই হবে।’
তিনি জানান, ‘যার কারণে সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি নতুন বাংলাদেশের বার্তা পৌছে দিচ্ছে।’
এছাড়া অনুষ্ঠানে শহীদ দীপ্ত দে’র পিতা স্বপন দে, শহীদ তাওহীদ সন্নামাতের বড় ভাই রোমান সন্নামাত, জুলাই বিপ্লবের ছাত্র নেতা মাসুম বিল্লাহ, নেয়ামত উল্লাহ, আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
-ইসমাইল খান হৃদয়,মাদারীপুর
ON/RMN