কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নাখারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন কবীর মন্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ৮ জন সহকারী শিক্ষক গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের মধ্যে রয়েছে, প্রধান শিক্ষক শাহীন কবীর মন্ডল বাইরে কোথাও গেলে অগ্রিম সাক্ষর করে চলে যান এবং অসুস্থ অবস্থায়ও বিদ্যালয়ে উপস্থিত না থাকলে, পিয়ন দ্বারা হাজিরা খাতা তার বাসা বা অবস্থানস্থলে নিয়ে গিয়ে স্বাক্ষর করেন। এছাড়াও, পরীক্ষার খাতা স্লিপের বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পরিবর্তে, নিজে তাদের বাড়ি থেকে খাতা এনে পরীক্ষায় অংশগ্রহণ করান।
অপর দিকে, প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন এবং মতের অমিল হলে তার স্ত্রীর মাধ্যমে ফোনে হুমকি প্রদান করেন। এ ঘটনায় সহকারী শিক্ষকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
-জাহিদ খান,কুড়িগ্রাম
ON/RMN