দোহার ও নবাবগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৮২, স্থানীয়দের মধ্যে উদ্বেগ

ঢাকার দোহারে গত ১৫ দিনে কুকুরের কামড়ে ১০৫ জন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। অপরদিকে, নবাবগঞ্জে গত ১৫ দিনে কুকুরের কামড়ে ৭৭ জন আহত হয়েছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় ইউনিয়ন ও পৌরবাসী। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত এ দুই এলাকায় কুকুরের কামড়ে প্রায় ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, “গত ১৫ দিনে শুধুমাত্র দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে ১০৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
অপরদিকে, নবাবগঞ্জের আরএমও জানান, “বিগত ১৫ দিনে কুকুরের কামড়ে ৭৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাড়ি পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।
-মো: সুমন, নবাবগঞ্জ
ON/RMN