বাবুগঞ্জে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, নতুন নেতৃত্ব নির্বাচিত

বাবুগঞ্জে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তিলের চর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল মালেক শিকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল শিকদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত এবং জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খান মোঃ জসিম উদ্দিন।
এ ছাড়া জাহাঙ্গীর নগর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন খান, সদস্য সচিব রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে আবুল মালেক শিকদারকে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সিদ্দিকুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ
ON/RMN