গোবিন্দগঞ্জে ধান ভাঙ্গার মিল থেকে মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

গাইবান্ধায় মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার, উদ্ধার ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ ট্যাপেন্টাডল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ১৯ বোতল ফেন্সিডিল এবং ৪০০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারি বাবা ও তার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙার মিল থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮), তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০), এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।
গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী বলেন, গোপন খবরে জানা যায়, বাহাদুর সরকারের ধান ভাঙার মিলে অভিযান চালিয়ে স্টোর রুম থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা, এবং মাসুদ রানাকে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া বাবা ও ছেলে এসব অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বাহাদুর সরকার ও তার ছেলে নাজমুল হুদা দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট চালাচ্ছিলেন। তাদের কাছে মাদক ক্রয় করতে মাদকসেবীরা দিনের পর দিন বিভিন্ন যানবাহনে আসা-যাওয়া করতেন। কিন্তু ভয়ের কারণে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি। এর আগে একাধিকবার মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার হলেও জামিনে এসে তারা আবারও মাদক ব্যবসা শুরু করেন।
ON/RMN