শেরপুরের গারো পাহাড়ে বায়োস্ফেয়ার রিজার্ভ ঘোষণা করার উদ্যোগ

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মধুটিলা-রাংটিয়া-বালিজুরি রেঞ্জের সংরক্ষিত বনকে বায়োস্ফেয়ার রিজার্ভ ঘোষণা করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে শেরপুর টাউনের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন।
পরিবেশবাদী সংগঠন শাইন এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, লেখক ও চিত্রশিল্পী ফরিদী নুমান, লেখক ও উদ্ভিদবিদ সিকদার এ. কে. শামসুদ্দিন, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, সহ-সভাপতি শাহ্রিয়ার মিল্টন, সাংবাদিক শহীদুল ইসলাম হিরা, শাকিল মুরাদ, জাহিদুল খান সৌরভ, নাঈম ইসলাম, জুবাইদুল ইসলাম, শিশু সংগঠক মমিনুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বন বিভাগের দায়িত্ব পালনে সীমাবদ্ধতা ও বন সংরক্ষণের নানা বিষয় তুলে ধরেন। তারা বলেন, ‘পরিবেশ ও অবশিষ্ট বনভূমি রক্ষায় দেশ এবং বনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সমাজে সচেতনতা বৃদ্ধিতে বন ব্যবহারকারী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জন প্রতিনিধি, বন ও পরিবেশ বিষয়ে নীতি নির্ধারকসহ সবাইকে সাধ্য অনুযায়ী কাজ করে যেতে হবে।’
সভায় পরিবেশবন্ধু সংবাদকর্মী, শিক্ষক ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।