পটুয়াখালীতে মুক্তিপণের টাকা নিতে গিয়ে দুই অপহরণকারী গ্রেপ্তার

পটুয়াখালীতে মুক্তিপণের টাকা নিতে গিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্য জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে পটুয়াখালী শহরের ৯ নং ওয়ার্ডের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাহমুদুল হাসান (২৭) ও আলী আজিম (৩০)। মাহমুদুল হাসান পৌর শহরের ৯ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকার বাসিন্দা মৃত আঃ রাজ্জাকের ছেলে, আর আলী আজিম পৌর শহরের ১ নং ওয়ার্ড টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা মৃত আঃ মালেকের ছেলে।
পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ সোমবার, ৯ ডিসেম্বর, দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানান, গত রবিবার, ৮ ডিসেম্বর, দুপুরে ভিকটিম আমিরুল ইসলাম (৪৩) ও কূদ্দুস ঢালী (৫৫) পটুয়াখালী ডিসি অফিসের এলও শাখায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে আসেন। এলও শাখার কাজ শেষ করার পর, দুপুর আনুমানিক ১টার সময় কোর্ট সংলগ্ন আল-আমিন ভাতের হোটেলের সামনের রাস্তায় বের হলে আসামিরা ভিকটিমদের মুখ চেপে ধরে, জোরপূর্বক অটো গাড়িতে উঠিয়ে তাদের চোখ বেঁধে অপহরণ করে। পরে তারা ভিকটিমদের পরিবারের কাছ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ সুপার আরো জানান, পুলিশকে জানানো হলে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী শহরের ৯ নং ওয়ার্ড ইসলাম সড়কের মাথায় বিসিক মাঠের কাছ থেকে ভিকটিমদের উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে।
এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত একটি অটো গাড়ি, দুটি মোটরসাইকেল (ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং বাজাজ ১৫০ সিসি) আটক করা হয়েছে।
ভিকটিম আমিরুল ইসলাম বলেন, ‘এলও শাখার কাজ শেষ করে দুপুরে বের হলে কোর্টের সামনে থেকে হঠাৎ মুখ চেপে ধরে অটো গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ২০ লক্ষ টাকা দাবি করে। পরে পরিবারের স্বজনরা পুলিশের সহায়তায় বিসিক মাঠ থেকে উদ্ধার করেন।’
এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে এবং আরও কারা জড়িত আছে কিনা তা শনাক্ত করা হলে গ্রেপ্তার প্রক্রিয়া চালানো হবে।
-মাহমুদ হাসান রায়হান ,পটুয়াখালী
ON/RMN