নড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নারী অধিকার ও সহিংসতা বিরোধী বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা শাখার আমির আবুল বাশার, নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান, নড়িয়া প্রেস ক্লাবের সভাপতি এবং বৈশাখী টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল খালেক ইমন পেদা সহ উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করা উচিত, এবং তার পথ অনুসরণ করে আমাদের সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।’
-মোঃ জামাল হোসেন, নড়িয়া
ON/RMN