নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানগণ নিজ নিজ কার্যালয়ের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম শামসুজ্জামান’র সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক, সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সামছুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিদর্শক আতিকুল, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদস্য হলধর দাস, পারভীন বেগমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
-মাইনউদ্দিন সরকার, নরসিংদী
ON/RMN