মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া সহকারী কমিশনার(ভূমি) মো. রাইসুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যলয় পিরোজপুরের উপ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব এবং তার প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা এবং জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।
এ আয়োজনের উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন, পিরোজপুর জেলা কার্যালয় এবং মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
-মো. মেহেদী হাসান ,মঠবাড়িয়া
ON/RMN