নজিপুরে অনুষ্ঠিত পউস টি-১০ চ্যাম্পিয়নশীপ ২০২৪

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ রবিবার পউস টি-১০ চ্যাম্পিয়নশীপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নেয় নজিপুর ক্রিকেট দল ও মহাদেবপুর ক্রিকেট দল। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে নজিপুর ক্রিকেট দল বিজয়ী হয়।
খেলা শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলের সদস্যদের ১০ হাজার টাকা ও রানার্সআপ দলের সদস্যদের ৮ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. কাজী মোস্তাফিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং বরেন্দ্র রিচার্স মিউজিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ১. জনাব ড. রেজাউল করিম, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২. জনাব ড. মোঃ কুদরত ই জাহান, প্রফেসর, রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩. জনাব ড. শোয়েব, এফ ভিপি এন্ড ম্যানেজার, এসবিএসি ব্যাংক, নজিপুর শাখা, ৪. জনাব মোঃ মাসুদ রানা, সভাপতি, নজিপুর ক্রিকেট ক্লাব (এনসিসি), ৫. জনাব কাজী সুলতান, পরিচালক, নাহার অটো, রাজশাহী।
পত্নীতলা উপজেলা সমিতি পউস এর ফাউন্ডার জনাব হাবিব সত্তি বলেন, ‘আমাদের পউস এর মাধ্যমে পত্নীতলা উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হয়। অসহায় ছিন্নমূল পরিবারকে শীতবস্ত্র, আর্থিক সাহায্য সহ তাদের পাশে দাঁড়াই। তারই ধারাবাহিকতায়, যুব সমাজকে নেশা মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এবং খেলাধুলায় অংশগ্রহণের উদ্দেশ্যে এই পউস টি-১০ চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছি।’
-আবু জাফর, পত্নীতলা
ON/RMN