মাদারীপুরে শহীদ জিয়া স্মৃতি ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদারীপুরে শহীদ জিয়া স্মৃতি ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে বিজয়ী হয়েছে খালেক তাইনি স্মৃতি ক্লাব। শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলা পরিষদের পেছনের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে রানার্সআপ হয় রাবেয়া স্মৃতিসংঘ।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল এবং ৫ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন করে দিগন্ত বয়েজ ক্লাব, সহযোগিতায় ছিলেন মোঃ শহীদ খান। ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খালেক তাইনি স্মৃতি ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং রাবেয়া স্মৃতিসংঘ ০-১ গোলে হেরে রানার্সআপ হয়।
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় তিনি বলেন, ‘স্থানীয় যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলোর বিকল্প নেই। তাই বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। মাদারীপুরে খেলাধুলার জন্য আরও সুন্দর পরিবেশ আনতে হবে। জেলা থেকে জাতীয় পর্যায়ে যেনো খেলার সুযোগ পায় মাদারীপুরের তরুণরা। এ বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।’
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN