পাংশা থানায় পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে গেল আসামি

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে এক আসামীকে ধরতে গেলে, পুলিশের উপর ফাকা গুলি চালিয়ে পালিয়ে যায় আসামী। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাতে পাংশা থানায় কর্মরত এসআই শাহরিয়ার, এসআই শিহাব ও এসআই শাওন মোটরসাইকেল যোগে পাংশা থানার মামলা নং-০৪(৮)২৪ এর এজাহার নামীয় ২ নং আসামী সজীবকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পাংশা থানা পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানাধীন পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়ায় সজীব নামের এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামীর বাড়ির পাশের একটি মুদি দোকানের সামনে আসামীকে পেলে গ্রেফতার করতে গেলে আসামী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামীর কাছে থাকা পিস্তল দ্বারা ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কোন হতাহতির ঘটনা ঘটেনি।
আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN
ON/RMN