মঠবাড়িয়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চার দিনের প্রশিক্ষণ শুরু

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা অফিসে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চার দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং উদায়ন মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেছেন ১৭ জন সুপারভাইজার এবং ১৫৬ জন তথ্য সংগ্রহকারী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা শুমারি সমন্বয়কারী মো. ইসমাইল এবং জোনাল অফিসার-০১ হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ইয়াকুব আলী।
চার দিনের এই প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং ৮ ডিসেম্বর শেষ হবে। প্রশিক্ষণ শেষে ১০ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ১৬ এবং ২৫ ডিসেম্বর শুমারির কার্যক্রম বন্ধ থাকবে।
এবারের শুমারিতে প্রথমবারের মতো ট্যাবলেটসহ আধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। ১৫ দিনের এই কার্যক্রমে মঠবাড়িয়া উপজেলার অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হবে।
বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ ও ২০০৩ সালে দ্বিতীয় এবং ২০১৩ সালে তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয়। এবার দেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হচ্ছে।
মো. মেহেদী হাসান,মঠবাড়িয়া, পিরোজপুর
ON/RMN