নড়িয়া উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু

শরীয়তপুরের নড়িয়ায় “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য নিয়ে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নড়িয়া উপজেলার মুক্তিযুদ্ধা ভবনের ৩য় তলায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নড়িয়া উপজেলার ১ নং জোনে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন নড়িয়া জোনাল অফিসার কাম ইউসিসি আব্দুল হালিম।
এ প্রশিক্ষণে উপজেলার তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সময়, আব্দুল হালিম বলেন, ‘শুমারীর চারদিনব্যাপী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
এদিকে, ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারি কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
-মোঃ জামাল হোসেন, নড়িয়া ,শরীয়তপুর
ON/RMN