কচুয়া উপজেলায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে মরহুম রোস্তম আলী মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী পালন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সাবেক পরিবার পরিকল্পনা পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে দোয়া, মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, ফজলুল হক, সেলিম হোসেন মিয়াজী এবং ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মোতাবেক মোনাজাত পরিচালনা করা হয়।
-মোঃ মাসুদ রানা,কচুয়া, চাঁদপুর
ON/RMN