ঝালকাঠির কলেজে রাজনৈতিক প্রচারণা: শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

ঝালকাঠির আকলিমা-মোয়াজ্জেম হোসেন কলেজে এখনো আওয়ামী লীগ সরকারের প্রচারণা দৃশ্যমান। কলেজের ওয়েবপোর্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমির হোসেন আমু এবং কলেজের অধ্যক্ষ যুথিকা মন্ডলের বাণি রয়েছে, যেখানে বলা হয়েছে, “শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে এবং আধুনিক শিক্ষাবান্ধব ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো।” এ ধরনের রাজনৈতিক বক্তব্য এবং ছবি ওয়েবসাইটে প্রকাশ পেয়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে। কলেজের এই কার্যক্রমে স্থানীয়রা চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং এর ফলে কলেজের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
একলিমা-মোয়াজ্জেম হোসেন কলেজ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়, যা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত। কলেজে শিক্ষক নিয়োগও প্রধানত রাজনৈতিক প্রভাবের মাধ্যমে করা হয় বলে অভিযোগ উঠেছে। মেধাবী শিক্ষকদের পরিবর্তে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ফলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা, বিশেষ করে আওয়ামী লীগের প্রচারণা চালানোর কারণে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা হতাশ। তারা বলছেন, “শিক্ষার পরিবর্তে এখানে চলছে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা।” প্রায় ১,২০০ শিক্ষার্থী অধ্যয়নরত কলেজে এই রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক অভিভাবক জানান, “আমাদের সন্তানদের শেখ হাসিনার প্রচারণায় ব্যবহৃত হতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” শিক্ষকরা মনে করেন, “এমনভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রচারণার মঞ্চে রূপান্তর করা আদর্শগত অবক্ষয় এবং এটি শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ যুথিকা মন্ডলকে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি তার অফিস সহকারী সোহেলকে দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, “আমার লোক নেই, তাই তা ডিলিট করতে পারিনি।”
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে ঝালকাঠিতে অশান্তি সৃষ্টি হতে পারে।
মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি
ON/RMN