শরীয়তপুরের নড়িয়ায় ৩ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের বিষুগাঁও গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তিনজন ভূয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পাচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. রূদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮), এবং সুজাসার লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭)।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এক প্রেস রিলিজে জানানো হয় যে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে অভিযান চালায়। সেখানে এক চক্রের সদস্যরা স্থানীয় মো. শাহিন হাওলাদারকে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা শাহিনের কলারের টান দিয়ে এবং হ্যান্ডকাপ পরিয়ে তাকে জোরপূর্বক চাঁদা নিতে চেষ্টা করছিল।
শাহিন হাওলাদার তার পিতার মাধ্যমে ২০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। পরবর্তীতে, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ওই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
এটিভি জামাল,নড়িয়া, শরীয়তপুর
ON/RMN