কচুয়া থানার আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত, নিরাপদ সমাজ গড়ার লক্ষ্য

কচুয়ায় সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপদ সমাজ গড়ার উদ্দেশ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কচুয়া থানার আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাষ্টার মো. কামরুল হাসান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি এম আব্দুর হালিম।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান প্রমুখ।
এ সময় বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, তাজুল ইসলাম, জিন্নত আলী মাষ্টার, কামাল হোসেন মুন্সী, ইমান হোসেন বেপারী, শ্রমিক দল নেতা আব্দুর রহমান ফরাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মহসিন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আপন, সদস্য মেহেদী হাসান, যুবদল নেতা গোলাম সারওয়ার, বিতারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মিয়া, পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ হাসানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN