ভুরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি দায়ের

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ী সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান (রানা) এর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি দায়ের করেছেন সদ্য গঠিত সমিতির আহ্বায়ক মো. ইফতেখারুল ইসলাম (শ্যামা)।
ঘটনার বিবরণে মো. ইফতেখারুল ইসলাম (শ্যামা) তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, গত ২৭/১১/২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে তাকে আহ্বায়ক হিসেবে ৩৯ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। পূর্বের কমিটির কাগজপত্র এবং অফিস কক্ষের চাবি তার হাতে হস্তান্তর করা হয়। সভাশেষে তিনি অফিস কক্ষে কিছু ব্যবসা বিষয়ক আলোচনা করেন এবং ২:০০ টায় ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওনা হন।
ভূরুঙ্গামারী পৌঁছানোর পর মোবাইল ফোনে জানতে পারেন, সাইফুর রহমান রানা সোনাহাটে পৌঁছে কিছু সন্ত্রাসী দিয়ে তার সমিতির সদস্য মো. আব্দুল লতিফকে পেটান এবং প্রকাশ্যে হুমকি দেন। রানা তার লোকজন দিয়ে আবার একটি কমিটি গঠন করার হুমকি দেন এবং বলেন, “আমার কমিটি কেউ না মানলে আমার লোকজন দিয়ে তার হাত-পা কেটে ফেলবো, এমনকি জানে মেরে ফেলার হুমকিও দেন।”
এ ঘটনায় তিনি সাধারণ ডায়রি (জিডি ট্রাকিং নং-2SNTB5, জিডি নং-১৪০৪, তারিখ-৩০/১১/২০২৪) দায়ের করেন।

এদিকে, ২৮ নভেম্বর সোনাহাটে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার সোনাহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
ভুরুঙ্গামারী থানার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুঠোফোনে এ বিষয়ে প্রশ্ন করলে বলেন, “এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সুধীমহল জানিয়েছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ভুরুঙ্গামারী অঞ্চলে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে।
জাহিদ খান, ভুরুঙ্গামারী উপজেলা, কুড়িগ্রাম
ON/RMN