সাচার বাজারে যানজট নিরসনে জনবল নিয়োগ, সুফল পাচ্ছে পথচারীরা

চাঁদপুরের কচুয়ার সাচার বাজার দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় জর্জরিত ছিল। এই বাজার দিয়ে লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এবং হাজীগঞ্জের যানবাহন চলাচল করায় এর গুরুত্ব অপরিসীম। তবে প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও শৃঙ্খলার অভাবে নিয়মিত যানজট লেগে থাকত। বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বর্তমানে এই সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে।
বাজার পরিচালনা কমিটি ৫ জন লাইনম্যান নিয়োগ দিয়ে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেছে। তারা প্রতিদিন সকাল ও বিকেলে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। ফলে চালক, পথচারী ও যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।
সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন মজুমদার জানান, ‘বাজারের সার্বিক উন্নয়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি আমাদের নিয়োগপ্রাপ্ত জনবল নিয়মিত যানজট নিরসনে কাজ করছে।’
লাইনে কাজ করা লাইনম্যান জাহাঙ্গির হোসেন বলেন, ‘আমাদের নিয়োগের পর থেকে নিয়মিতভাবে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। চালকদেরও সচেতন করা হচ্ছে।’
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, ‘বাজার কমিটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে গেলে ভবিষ্যতে যানজট থাকবে না।’
বাজার ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানান, আগে বাজারে নিয়মনীতি না থাকায় যানজট ছিল নিত্যসঙ্গী। এখন শৃঙ্খলা ফেরার ফলে বাজারের পরিবেশ উন্নত হচ্ছে।
অতিরিক্ত যানবাহনের চাপ এবং অবৈধ স্থাপনার কারণে যানজটের যে পরিস্থিতি ছিল, তা কমাতে লাইনম্যানদের ভূমিকা ও বাজার কমিটির পদক্ষেপ জনসাধারণের কাছে প্রশংসিত হয়েছে।
-মো. মাসুদ রানা, কচুয়া
ON/MRF