সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যবসায়িদের সংগঠন আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক এবং ইছাহাক আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম এবং এরশাদুল হক।
ব্যবসায়ীরা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সোনাহাট স্থলবন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা দীর্ঘদিন কার্যালয়ে উপস্থিত না থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় এবং সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাধারণ ব্যবসায়ীরা গত ২৭ নভেম্বর এক জরুরি সভা আহ্বান করেন। ওই সভায় সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তবে, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্দরে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০ নভেম্বর আয়োজিত আরেকটি বৈঠকে ২৭ নভেম্বর গঠিত কমিটিকেই সর্বসম্মতিক্রমে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF