কচুয়ায় সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং র্যালি

চাঁদপুরের কচুয়ায় সামাজিক অপরাধ প্রবণতা রোধে একটি বিট পুলিশিং র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি রবিবার সকালে উপজেলার সাচার বাজার এলাকায় আয়োজন করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সাচার পুলিশ ফাঁড়ির সামনে এসে মিলিত হয় এবং সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধের মাধ্যমে নিরাপদ সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন এএসআই সোহেল রানা, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সবুজ এবং সাংবাদিক জামাল হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, ‘সামাজিক অপরাধ রোধে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। পুলিশ, স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’
-মো: মাসুদ রানা, কচুয়া
ON/MRF