আব্দুস সালাম পিন্টুর খালাসে ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ার খবরে টাঙ্গাইলের ভূঞাপুরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার রায় ঘোষণার পর থেকেই উপজেলায় বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে উদ্যাপন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। স্লোগান ও মিছিলের মাধ্যমে এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সালাম পিন্টুকে জড়ানো হয়েছিল। তিনি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়েছেন। বিনা দোষে দীর্ঘ ১৭ বছর কারাবরণ করেছেন।’ তাঁরা আজকের রায়কে ‘সত্যের বিজয়’ বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
– সাজেদুল ইসলাম, ভূঞাপুর
ON/MRF