ভোলায় ২দিন পার হয়ে গেলেও শিকল বাঁধা লাশের পরিচয় মিলেনি, আতঙ্কে এলাকাবাসী

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরী খাল থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় দুই দিন পেরিয়ে গেলেও এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ডাওরী বাজার সংলগ্ন ব্রিজের পাশের খালে একটি নিথর দেহ ভাসতে দেখেন। বিষয়টি তারা বোরহানউদ্দিন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের হাতে-পায়ে শিকল বাঁধা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল হলুদ রঙের শীতের পোশাক। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। শনাক্তের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।’
এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রনি ইসলাম, বোরহানউদ্দিন
ON/MRF