টাঙ্গাইলে জামায়াতের সমাবেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক বিশাল দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় মধুপুরের জলসত্র মাঠে ৯নং অরণখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. জুলহাস উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোল্লা মামুন আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুরহানুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামি করি, তারা বিশ্বাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আমাদের ভাই। আল্লাহ সূর্যের আলো যেমন সবাইকে দেয়, তেমনি জমিনের খাদ্যও সবাইকে দিতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামি মনে করে, এই দেশে সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত রাখা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ তৈরি করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুন্তাজ আলী, মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল্লাহ খান এবং ড. অধ্যাপক মো. মোজাম্মেল হোসাইন। এছাড়াও সাবেক কর্মপরিষদ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে অধ্যাপক আব্দুল কাদির বলেন, ‘আগামী বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বে সন্ত্রাসমুক্ত হবে।’ তিনি সবাইকে দাওয়াত দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
-জুয়েল রানা, মধুপুর
ON/MRF