শেরপুরে ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, চোরাকারবারি গ্রেফতার

শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকা থেকে ১২৫ বস্তা চোরাচালানকৃত ভারতীয় চিনিসহ মো. আশরাফুল আলম সোহাগ (৪৫) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গতকাল ২৯ নভেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে র্যাব এসব চিনি জব্দ করে।
র্যাবের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ একটি অভিযানিক দল চুনিয়ারচর এলাকার পক্ষীমারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায়। অভিযানে দুইটি ট্রাকে থাকা ১১০ বস্তায় ৫,৫০০ কেজি এবং ১৫টি খোলা বস্তায় ৬৭৫ কেজি চিনি জব্দ করা হয়। মোট ৬,১৭৫ কেজি চিনিসহ আশরাফুল আলম সোহাগকে আটক করা হয়েছে।
আটক আশরাফুল আলম সোহাগ চুনিয়ারচরের আব্দুল খালেকের ছেলে। অভিযানে তার হেফাজতে থাকা ট্রাক দুটিও জব্দ করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
-মো. শরিফ উদ্দিন, শেরপুর
ON/MRF