সুনামগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের স্মরণ সভা

সুনামগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সহকারী কমিশনার মহিবুল্লা আকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মোহাম্মদ গোলাম নাহিদ মুরাদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসিম উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহ ইসলামের পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের আহ্বায়ক ইমনুদ্দোজা ইমন।
ছাত্রদের পক্ষ থেকে বক্তৃতা করেন শিক্ষার্থী শাহ রাকিব, মোহাম্মদ অপি মিয়া এবং আহত জহুর আলী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কি দুঃসহনীয় অবস্থার মধ্যে এই দেশটা ছিল। কিছু বলার সাহস ছিল না, অথচ পত্রিকাগুলোতে খবরগুলো প্রকাশ হয়েছে। একটা খবরে দুই হাজার কোটি, তিন হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এ পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষক নিয়োগের নামে দরপত্র আহ্বান করা হতো। সর্বোচ্চ দরদাতাদের ভিসি বা প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হতো। সেই অসহনীয় পরিস্থিতি মোকাবিলায় ছাত্ররা এগিয়ে এসেছে। তাদের অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব।’
শহীদদের স্মরণে আত্মার মাগফিরাত কামনা করে জেলা প্রশাসক বলেন, ‘যারা জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস।’
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলামের দোয়ার মাধ্যমে।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF