জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে ‘দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্বাধীনতাই আমাদের শক্তি—এই শ্লোগানে জাতীয় দৈনিক “বাংলাদেশের আলো” পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৩০ নভেম্বর) মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জমকালো আয়োজনে উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হেমায়েত হোসেন খান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক “বাংলাদেশের আলো”র কালকিনি উপজেলা প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস।
তিনি বলেন,
‘সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় নিরপেক্ষ এবং সাহসী ভূমিকা পালন করবে। সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা আসলেও আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থাকব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ মো. মাহামুদ উল-হাসান। তিনি সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা অপরিহার্য এবং প্রশংসনীয়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান, বাংলা টেলিভিশনের প্রতিনিধি এস এম তানবীর, একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামানসহ মাদারীপুর ও ডাসার উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় সাংবাদিকরা সমাজ ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‘দৈনিক বাংলাদেশের আলো’র ১৬ বছরের পথচলার গল্প ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষতা বজায় রেখে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা রাখতে হবে।
-ইসমাইল খান হৃদয়, ডাসার
ON/MRF