‘জনগণ এবার জামায়াতে ইসলামীকে দেখতে চায়’- জামায়াত নেতা মাসুদুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন যে, শেখ হাসিনার সরকার জামায়াত নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসির সাজা দিয়েছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনাসহ সকল খুনিদের বিচার হবে।’
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ার আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১২নং আশ্রাফপুর ইউনিয়নের জামায়াতে ইসলামি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রফেসর মারুফ আহমদ সুমন এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী।
আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, এবং বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন।
মাসুদুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। এবার তারা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতাকর্মীরা উপস্থিত হন।
-মো. মাসুদ রানা, কচুয়া
ON/MRF