চিলাহাটি থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য

শীতের আগমনি হাওয়ায় উত্তরের নীলফামারী জেলার চিলাহাটি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। নভেম্বরের শেষ ভাগে মেঘমুক্ত আকাশে এই দৃষ্টিসুখকর দৃশ্য ভ্রমণপিপাসুদের আকর্ষণ করছে।
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজার থেকে গত কয়েকদিন ধরেই কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য দেখা যাচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই দৃশ্য আরও উজ্জ্বল হয়। তেতুলিয়া থেকে দার্জিলিং ৫৮ কিলোমিটার দূরে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ১১ কিলোমিটার দূরে হলেও চিলাহাটি থেকেও পরিষ্কারভাবে দেখা মিলছে।
কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সাধারণত মানুষ পঞ্চগড়ের তেতুলিয়া যায়, কারণ সেখানে থেকে এই দৃশ্য আরও স্পষ্ট দেখা যায়। তবে চিলাহাটি থেকে ভ্রমণ করাও তুলনামূলক সহজ। রাজধানী ঢাকা থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে চিলাহাটি সরাসরি যাওয়া যায়। এছাড়া গাবতলী বাসস্ট্যান্ড থেকে চিলাহাটি রুটে নিয়মিত বাস চলাচল করে।
চিলাহাটিতে থাকার জন্য সরকারি ডাকবাংলোতে অল্প খরচে থাকার সুযোগ রয়েছে। এজন্য ডোমার উপজেলার ইউএনও-এর অনুমতি নিতে হবে। এছাড়া চিলাহাটিতে বেশ কয়েকটি হোটেলও রয়েছে যেখানে কম খরচে খাবারের ব্যবস্থা আছে।
শীতের এই সময়ে প্রকৃতিপ্রেমীরা পঞ্চগড়ের মতো দূরে না গিয়েও চিলাহাটি থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
রাকিবুল হাসান, চিলাহাটি
ON/MRF