মুন্সীগঞ্জের মহাসড়কে পড়ে আছে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে আছে অজ্ঞাত এক তরুণীর (২৪) গুলিবিদ্ধ মরদেহ। মরদেহটির পাশে রয়েছে পাঁচটি গুলির খোসা। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন ,
আমরা পিবিআই পুলিশ কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছি। তারা এসে মূল ঘটনা তদন্ত করবে। আমরা এরই মধ্যে আশপাশের ফুটেজ সংগ্রহ করেছি। আর মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে।
সূত্র : দৈনিকইত্তেফাক
ON / MLY